• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

১০ উইকেট নিয়েও কুম্বলেকে ছাড়াতে পারলেন না প্যাটেল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৩:৫০ পিএম
১০ উইকেট নিয়েও কুম্বলেকে ছাড়াতে পারলেন না প্যাটেল 

স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ১০ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন প্যাটেল। তবে ছাড়িয়ে যেতে পারেননি আগের দুইজনকে। 

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট তুলে নিয়েছিলেন অনিল কুম্বলে। ভারতের মাটিতে সেদিন ৭৪ রান দিয়েছিলেন কুম্বলে। ভারতের মাটিতে এটাই টেস্ট ইতিহাসের সেরা বোলিং ফিগার। 

ভারতের বিপক্ষে ১১৯ রানের বিনিময়ে ১০ উইকেট নিয়েছেন অ্যাজাজ প্যাটেল। ১০ উইকেট নিলেও সেরা বোলিংয়ের রেকর্ডটি নিজের করে নিতে পারেননি প্যাটেল। 

সেরা বোলিংয়ের তালিকায় কুম্বলে ও অ্যাজাজ প্যাটেলের পরে রয়েছেন জসু প্যাটেল। ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মাটিতে ৬৯ রান দিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

ভারতকে ৩২৫ রানে অলআউট করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ৫২ রানের মধ্যেই কিউইদের ৬ ব্যাটার ফিরেছেন সাজঘরে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!